আনারস খেলেন নাকি বিষ খেলেন ??? Eat pineapple or drink poison ??? - SaraBela Online

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 5, 2017

আনারস খেলেন নাকি বিষ খেলেন ??? Eat pineapple or drink poison ???

আনারস খেলেন নাকি বিষ খেলেন ???
Let us short of our tongue, season, eat the fruit season. The poison does not make money to buy food. Because there is money to buy the mango, mango juice to eat. Why?

The day after one of the brothers due to the N and B Commercial (green) harirampur went branch manager at the bhadratabasatah gentleman gave us some breakfast. Pineapple and red tea, which was central to elaca, cloves. I saw some full satisfaction of eating pineapple. I just got in the face of cloves. I have to admit that the people, who listened to a car.

Pineapple time now? Bepari because they are in compliance with the loss of 3 million two years ago, stands with his hands cut chop with pineapple cultivation dropped. I wanted to take stands stands you make many of my hands, never heard. I was allowed to engage in the Kopai. So what debtors owe the council took birth as rice and cattle. Now, however, some have even one more year to go.

Off-season is a pineapple drink and eat, and eat a lot of green color that it will be sour. If you need to eat 1 kg of sugar mixed. I am playing well that peace will come. Khan said that you are the farmers. Why was their fault. Aphasijane is hoping to get the best price with a cloth soaked in ethanol spray from the pineapple plant after harvest. Then cover the pile in one place for two days. 3rd day at yellow. And it is less intuitive than yellow.
The video after the devastating give little earlier accepted, or heart attack you.

আসুন আমরা আমাদের জিব্বা ছোট করি, সিজনের ফল সিজনে খাই। টাকা দিয়ে বিষ কিনে খাওয়ার কোন মানে নাই। টাকা আছে বলেই এই মুহূর্তে আম কিনতে হবে, আমের জুস খেতে হবে। কেন? 

গত পরশুদিন কোন কারনে এক ভাইয়ের সাথে এন আর বি কমার্শিয়াল (সবুজ) হরিরামপুর শাখায় গিয়েছিলাম, ম্যানেজার ভদ্রলোক ভদ্রতাবশতঃ উপস্থিত কিছু নাস্তা দিলেন আমাদেরকে। যার মধ্য ছিল আনারস আর লাল চায়ের জন্য এলচা, লবঙ্গ। আমি দেখলাম কেউ কেউ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আনারস খাচ্ছে। আমি শুধু লবঙ্গ মুখে দিলাম। আমি উপস্থিত সবাইকে মানা করলাম, কে শুনে কে কার কথা।  

এখন কি আনারসের সময়? ব্যাপারীরা এগুলো করে বলেই ৩ বছর আগেই ২ লাখ টাকা লস মেনে নিয়ে নিজ হাতে দাঁ দিয়ে  দিয়ে কুচি কুচি করে কেটে আনারস চাষ বাদ দিয়েছি।  আমি দাঁ নেওয়াতে অনেকে আমার হাত থেকে দাঁ নিতে চেয়েছে, শুনি নাই। মনে হয়েছিল সামনে যারে পাই তারেই কোপাই। এমনিতেই কি পাওনাদারেরা পাওনা পরিষদে বার্থ হওয়ায় ধান আর গরু নিয়ে যায়। অবশ্য এবার কিছু করেছি, তাও উঠতে আরও এক বছর।

অফ সিজনে যদি আনারস খেতেই হয় সবুজ কালার যেটা সেটা খাবেন এবং খেতে অনেকটা টক লাগবে। দরকার হলে ১ কেজি চিনি মিশিয়ে খাবেন। মনে শান্তি আসবে যে ভাল টা খেলেন। আপনারা খান বলেই তো কৃষকরা এগুলো করে। তাদের দোষ কেন দেন। অফসিজনে ভাল দাম পাবার আশায় তো ইথানল স্প্রে কাপড় দিয়ে ভিজিয়ে দেয় আনারস গাছ থেকে হারভেস্ট করার পর। তারপর ২ দিন এক জায়গায় স্তূপ করে ঢেকে  রাখে। ৩য় দিনে একবারে হলুদ। যেটায় কম পরে সেটা কম হলুদ।


বিধ্বংসী  ভিডিওটি পরে দিব, আগে এইটুকু মেনে নেন, নইলে হার্ট এটাক হবে।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here