মৃত্যু ছাড়ালো শতাধিক পাহাড়ধসে !! - SaraBela Online

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, June 14, 2017

মৃত্যু ছাড়ালো শতাধিক পাহাড়ধসে !!

Responsive Ads Here
19059576_2062601213967525_649091535568674802_n

19059688_2062601583967488_5762363880262259907_n

19113639_2062601463967500_7529138674262446145_n

19113664_1210966535698180_9037307086791810316_n

19113769_1210966182364882_1271406245570707585_n

19113912_2062601220634191_3996316182983515476_n

19148984_1210966335698200_1563932208446526906_n

19149327_1210966312364869_2829686605113800184_n

19149373_2062601677300812_3510310308418469151_n

19224811_2062601867300793_5166778583113643974_n

19225032_2062601700634143_7670277784406182473_n

19225662_2062601343967512_372063298998015179_n

19247677_2062601940634119_5894750326209865618_n

19260341_1210966275698206_6648303202417980191_n
19113664_1210966535698180_9037307086791810316_n

19113769_1210966182364882_1271406245570707585_n
19030556_1210966165698217_4408438204283233328_n

19059953_1210966222364878_4048574694755993961_n
hillhome
hill-inner3
নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে  তিন জেলা রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবানে ১২৪ জন নিহত হয়েছেন। চট্টগ্রামে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ২২ জন পাহাড় ধসে এবং আটজন মারা গেছেন গাছচাপায়।  এছাড়া রাঙ্গমাটিতে সর্বশেষ ৮৮ জন ও বান্দরবানে ছয় জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে।
রাঙামাটির মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পের কাছে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ফের ধসে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য। সেখানে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম।
এর আগে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি স্থানে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়। ২০০৮ সালের ১৮ অগাস্ট চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়, ২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়, ২০১২ সালে ২৬-২৭ জুন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে ৯৪ জনের প্রাণহানি ঘটে, ২০১৫ সালের ২৬-২৭ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ১৯ জনের মৃত্যু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad