ঠিক যেন গতকালকের পুনরাবৃত্তি দেখছে দর্শক! যেখানে বাংলাদেশের স্থানে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের জায়গায় অস্ট্রেলিয়া। ৩৫ রানে ৩ উইকেট হারাবার পরও বেন স্টোকস আর এওন মরগ্যান শক্ত হাতে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে।
তবে ব্যাটিংয়ে নেমে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। রয় ৪, হেলস ৪, এবং রুট ১৫ রান করে। ৮৭ রান করে ক্যাচ অাউট হয় মরগ্যান। ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৪০.২ ওভারে ২৪০ রান করার পর শুরু হয় বৃষ্টি। খেলা অার না হলে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষনা করা হয়। বাটলার ২৯*, স্টোক ১০২*।
বার্মিংহামে আজ প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছিল তাতে অবশ্য চিন্তা বেড়ে যাচ্ছিল বাংলাদেশিদের। ৪২.৩ ওভারে ৫ উইকেটে ২৩৯। ৩২০-৩৩০ রান তো হবেই। কিন্তু না, হয়নি। শুরুতে সেভাবে না পারলেও শেষ দিকে অজি ব্যাটসম্যানদের চেপে ধরেন ইংলিশ ফাস্ট বোলাররা।
শেষ পর্যন্ত ২৭৭ রান তুলতে পারে আজিরা। প্রথম দিকে ভালো বল করেন ফাস্ট বোলার উড। আর পরে অজিদের বেকায়দায় ফেলেন স্পিনার আদিল রশিদ। ইংল্যান্ডের শেষ চার ব্যাটসম্যান আউট হন দুই অঙ্ক স্পর্শ করার আগেই।
৬৪ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন হিড। ফিঞ্চ ৬৪ বলে করেন ৬৮। অধিনায়ক স্মিথ করেন ৫৬। হিড অপরাজিত থাকেন রানে। ইংল্যান্ডের পক্ষে উড ও আদিল রশিদ চারটি করে উইকেট নেন।
No comments:
Post a Comment