ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি নারী ও তিন শিশু। - SaraBela Online

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, June 10, 2017

ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি নারী ও তিন শিশু।

Responsive Ads Here
benapole-return-7-6-17

ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি নারী ও তিন শিশু। 
বুধবার বিকেল ৫টার দিকে এদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। সর্বশেষ এরা ভারতের মুম্বাই শহরের ‘রেসকিউ ফাউন্ডেশন’-এর হেফাজতে ছিলেন। 
ফেরত আসা নারীরা হলেন  শিরিন, দীপা মণ্ডল, সানজনা দাস, পারভীন, রুনা সিদ্দিক, চাঁদনী, সুলতানা, মুক্তা, আশারানি, রুমি, রিনা, পূজা, আয়শা, চায়না, সীমা, নাসরিন, সুমা, নারগিস, নাসরিন, আয়েশা, শ্রুতি আক্তার, তানিয়া, রুনা, শান্তা পাল, রিনা দুলালী, শারমিন, সাদিয়া ও তিন শিশু রিয়াদ, মুসা এবং রিমন। এদের বাড়ি যশোর, নড়াইল, মাদারীপুর, নরসিংদী, কুমিল্লা, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট, ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে গিয়েছিল। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ এদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এদের ছাড়িয়ে নিজেদের তত্ত্বাবধানে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এদের দেশে আনা হয়। ইমিগ্রেশন পুলিশ এদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। 
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফেরত আসাদের মধ্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ২২ নারীকে এবং রাইটস যশোর ছয় নারীকে নিজেদের হেফাজতে নিয়েছে। এনজিও দুটি পরে এদের অভিভাবকদের হাতে তুলে দেবে।
সূত্র-নেট।

No comments:

Post a Comment

Post Top Ad