বৃষ্টির কারণে আজকের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে, উভয় দলকেই পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের জন্য সেমিফাইনালে উঠার পথ খোলা থাকলো। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই জেতা লাগবে। তার পাশাপাশি আরও কিছু শর্ত রয়েছে।
 আর আগামী ৯ জুন যদি নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে তিন। আবার আগামী ১০ জুন যদি অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারাতে পারে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট থাকবে দুই। সেক্ষেত্রে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।  তাছাড়া ইংল্যান্ডও যদি তাদের বাকি দুই ম্যাচে হেরে যায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় তাহলে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে নেট রান রেটের ভিত্তিতে একটি দল সেমিফাইনালে উঠবে।
গ্রুপ ‘এ’র বর্তমান পয়েন্ট তালিকা
দল               ম্যাচ      পয়েন্ট     নেট রান রেট
ইংল্যান্ড          ১            ২          +০.৪০৭
অস্ট্রেলিয়া       ২            ২
বাংলাদেশ        ২            ১          -০.৪০৭
নিউজিল্যান্ড     ১           ১
 

 

 
 
 
 
 
 
 
 color: #0288d1;
">Learn More →
    color: #0288d1;
">Learn More →
No comments:
Post a Comment